Warning: Undefined array key "options" in /home/prabandh/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 124
স্যাপিওসেক্সুয়ালিটি - Prabandha Archive

Menu

স্যাপিওসেক্সুয়ালিটি

In Stock

Additional information

Share:

Description

স্যাপিওসেক্সুয়ালিটি

স্যাপিওসেক্সুয়াল শব্দটি জনপ্রিয় আধুনিক পপ কালচার ট্রেন্ডগুলোর মধ্যে অন্যতম। কিন্তু কীভাবে জন্ম ঘটেছে শব্দটির? তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০০২ সালে, যখন প্রথম এ শব্দটি অনলাইনে ব্যবহার করেন wolfieboy নামের একজন লাইভ জার্নাল (একটি রাশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম) ব্যবহারকারী। তার ভাষ্যমতে, এ শব্দটি তিনি আবিষ্কার করেছিলেন ১৯৯৮ সালে।
যৌনতা বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনি কোন লিঙ্গকে অগ্রাধিকার দেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি লিখেছিলেন:
আমি? আমি খুব বেশি অন্তরঙ্গতার ব্যাপারে ভাবিত নই। আমি একটি ধারালো, অনুসন্ধিৎসু, অন্তর্দৃষ্টিপূর্ণ, নিস্পৃহ মনের অধিকারী মানুষ চাই। আমি এমন কাউকে চাই, যার কাছে দার্শনিক আলোচনাকেই মনে হবে ফোরপ্লে। আমি চাই এমন কাউকে, যে তার ক্ষুরধার মস্তিষ্ক ও চৌকস রসবোধের সাহায্যে প্রায়সই আমাকে হারিয়ে দেবে। আমি এমন কাউকে চাই, যার কাছে আমি যখন খুশি যেতে পারব, যেভাবে খুশি স্পর্শ করতে পারব। আমি এমন কাউকে চাই, যাকে আমি জড়িয়ে ধরে থাকতে পারব।
এভাবেই আত্মপ্রকাশ ঘটে স্যাপিওসেক্সুয়াল শব্দটির, এবং ওই আলোচনার কমেন্ট বক্সেই অনেক মানুষ নিজেদেরকেও একই রকম বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে চিহ্নিত করতে পেরেছিল, এবং দাবি করেছিল যে তারাও স্যাপিওসেক্সুয়াল। এ থেকে আমরা আরো একটি ব্যাপারেও সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে, স্যাপিওসেক্সুয়াল হলো তেমন একটি বৈশিষ্ট্য, যার কথা শোনার পর অনেকেই নিজেকে সেটির সাথে সম্পৃক্ত করতে পারে। এ কারণেই তো স্যাপিওসেক্সুয়াল শব্দটি জনপ্রিয়তা পাওয়ার পর আমাদের চারপাশ থেকে এত এত স্যাপিওসেক্সুয়াল বের হয়ে আসছে!
ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে চলতি দশকের শুরু থেকেই মানুষ অনলাইনে নিজেদের যৌনতা নিয়ে কথা বলতে শুরু করে, এবং বিপরীতকামিতার পাশাপাশি নিজেদেরকে সমকামী, উভকামী বা যৌনলক্ষণহীন হিসেবেও পরিচয় দিতে থাকে। কিন্তু এমন অনেকেও ছিল, যারা কেবল শারীরিক যৌনতার ভিত্তিতেই নিজেদের পরিচয়কে সংজ্ঞায়িত করতে চায়নি। ফলে তাদের কাছে গে, লেসবিয়ান, স্ট্রেইট, বাইসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, প্যানসেক্সুয়াল প্রভৃতির বিকল্প হিসেবে আবির্ভূত হয় স্যাপিওসেক্সুয়াল শব্দটি।
Note-  নয় পৃষ্ঠার স্যাপিওসেক্সুয়ালিটি শিরোনামের সম্পূর্ণ প্রবন্ধটি পাঠ করতে উপরের লিংক হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ।
নিচের লিংক থেকে আরও পড়ুন:

ঈশ্বর ও মনের আয়না

ধর্মে মানবিক চেতনা

সৃষ্টিতত্ত্ব- পদার্থ বিষয়ক

বাংলা সাহিত্যে মুসলমান

জীবনানন্দ দাশের কাব্যজীবন

প্রেমে বিশেষত্ব

One response to “স্যাপিওসেক্সুয়ালিটি”

  1. Darrin and Greg Gremban and our team tell you daily oral hygiene habits, such as brushing and flossing, are essential to optimal oral health, regular dental checkups at Gremban Gremban Dental ensure your teeth are treated to a deeper level of cleaning buy priligy online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্যাপিওসেক্সুয়ালিটি

Download(211 KB)

Recently Viewed Products

No recently viewed products to display
Review Your Cart
0
Add Coupon Code
Subtotal