Description
স্বপ্ন ও সুষুপ্তি; বিশ্বাসের জগতে স্বপ্ন যে মানুষের জীবনকে অনেকখানি সরস করেছে তা স্বীকার করতেই হবে। সংসারের বহুবিদ ক্লেশে পীড়িত হয়ে মানুষ নানা সুখের কল্পনা ও কামনা করে, কিন্তু বাস্তব জীবনে সে কামনা তার সহসা পূর্ণ হয় না, কল্পনাও ফলবতী হয় না। সূত্র- মাসিক পরিচয় পত্রিকা, বৈশাখ- ১৩৪০ বাঙ্গাব্দ।
আরও পড়ুন-পোষাক ছাড়া সভ্যতা
Be the first to review “স্বপ্ন ও সুষুপ্তি”