Description
স্টার্ডিজ ইন এ ডায়িং কালচার PART-7; সিগমুন্ড ফ্রয়েড: বুর্জোয়া মনোবিদ্যা সম্পর্কে একটি পর্যালোচনা। বৈজ্ঞানিক মনোবিজ্ঞানের পথিকৃৎ হিশেবে ফ্রয়েডের নাম নিশ্চয় নিবে এবং সকলেই সন্মান করবে। কিন্তু কেপলারের মতো তাকে মানুষ মূল্যায়ণ করবে একজন বিজ্ঞানী হিশেবে যিনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতামূলক তত্ত্ব আবিস্কার করেছিলেন বটে ,কিন্তু যাদুধর্মী এক কাঠামোর মধ্যে ছাড়া অন্য কোন ভাবে এই আবিস্কার গুলোর সংশ্লেষণ করতে পারেন নি। কেপলার তাঁর স্বর্গীয় সূ্য দেবতাকে নিয়ে পদার্থবিদ্যার যুগে বাস করতেন,ফ্রয়েড তার যাবতীয় সততা সত্ত্বেও মনোবিদ্যার যাদুধর্মী যুগে বাস করতেন। মূল রচনা- ইংল্যান্ডের জ্ঞানতাত্ত্বিক দার্শনিক ক্রিস্টোফার কডওয়েল । ১৯৬০ সালে বঙ্গানুবাদ করে প্রকাশ করেন রনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।স্টার্ডিজ ইন এ ডায়িং কালচার PART-7 একটি জ্ঞানতাত্ত্বিক রচনা।
Note- রচনাটি আট ভাগে বিভক্ত।
আরো পড়ুন–স্টার্ডিজ ইন এ ডায়িং কালচার PART-6
Be the first to review “স্টার্ডিজ ইন এ ডায়িং কালচার PART-7”