Description
সংসারে পিঠে হয় রমণীর গুণে;তেত্রিশ বছর পর গতবারের পৌষ সংক্রান্তির দিন গিয়েছিলাম আমাদের পুরনো পাড়ায়। মোড়ের মাথায় জিতেনকাকুর মিষ্টির দোকান, ‘পাড়ার মিঠাই’! সেই আটপৌরে দোকান এখন আর নেই। জিতেনকাকুর ছেলে হিটু ব্যবসা ডাইভারসিফাই করেছে। রিমডেলিং করে সে ধোপদুরস্ত দোকানের নাম দিয়েছে ‘হিট কনফেকশনারিজ’! কাচের দরজায় টাঙানো স্টিকার, ‘পাটিসাপটা পাওয়া যায়’।
আরও পড়ুন-
Leave a Reply