Description
শিক্ষা; মনুষ্যজীবনের উদ্দেশ্য নামক প্রস্তাবে দেখানো হয়েছিল যে, ভূমিষ্ট হইবার পর মনুষ্য সাতাইশ বৎসর বৎসর বয়স পর্যন্ত সমাজের ধার করিয়া খায়, তাহার পর এই ধার শোধ দেওয়া মনুষ্যের অবশ্য কর্তব্য কর্ম হয়। সূত্র-১২৮৭ বাংলা সনে বঙ্গদর্শন পত্রিকার আষাঢ় সংখ্যা।
আরও পড়ুন-কলেজি শিক্ষা
Be the first to review “শিক্ষা”