Description
রসবতী
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
সার-সংক্ষেপ:-মহাত্মা গান্ধী কি করছেন, হিন্দু মুসলমানে কোথায় দাঙ্গা হয়েছে,প্লাবনে লোকের কিরূপ অবস্থা ঘটেছে, কোনও মানহানির মোকদ্দমায় আসামীর জেরার রিপোর্ট- এই রকম দরকারী বেদরকারী খবর নিয়ে মশগুল আছি, এমন সময়ে এক ছোকরা বাবু নমস্কার করে ঘরে ঢুকলেন। খদ্দর পরা, নাকে চশমা আঁটা, পায় স্যাণ্ডেল, হাতে বই কাগজ, দেখে মনে হ’ল বন্যার জন্যে চাঁদা নিতে এসেছেন—
—দোকানের সামনে এসে পাঁচু একটু না দাঁড়িয়ে থাকতে পারে না। লাল, গোলাপী, সাদা কত রঙের, কত নামের মিঠাই দোকানে থরে থরে সাজান থাকে। লোকে কিনে ঘরে নিয়ে যায়, কেউ পথে দাঁড়িয়ে খায়, কেউ দোকানে বসে খায়। পাঁচু শুধু দেখে। তার মামা তাকে একদিনও একটা পয়সা দেন না, সে যে কিছু কেনে–
— পাঁচু না খেয়েই স্কুলে এসেছে। ফিরবার পথে খিদেয় গা ঝিম ঝিম্ করছে। সে সেই দোকানের সামনে এসে দাঁড়াল। দোকানে কেউ নেই। লাল রসগোল্লাগুলি যেন তার দিকে চেয়ে বলছে “নে না ভাই! আমায় তোর গালে তুলে নে না।” পাঁচু আর থাকতে পারলে না। চারিদিকে একটু চেয়ে একটা বড় রসগোল্লা সাঁ করে তুলে নিয়ে দৌড় দিলে—
— কিছু দূর এসে নরেন পাঁচুকে ধরে ফেলে।দে, ওটা আমাকে দে। কেন তোকে দেব ? বটে। মিঠাই চুরি করেছিস। তোর মামাকে আর মাস্টারকে বলে তোকে মার খাওয়াব। যাক্ ভাই, তুই অর্ধেকটা নে। নরেন শুনলে না। তার গায় জোর ছিল। সে পাঁচুর হাত থেকে মিঠাইটা কেড়ে গালে পুরুলে।ওদিকে গোপাল ময়রা পিছন থেকে এসে নরেনের কান ধরে গালে এক থাপ্পড় লাগিয়ে দিলে। নরেনের গাল থেকে রসগোল্লাটা পড়ে গেল। নরেন কাদো কাঁদো হয়ে বল্লে, কেন তুমি মারলে ?—-
NOTE- ৩ পৃষ্ঠার ‘ রসবতী’ শিরোনামের সম্পূর্ণ প্রবন্ধটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন
মুহাম্মদ শহীদুল্লাহ’র অসাধারণ একটা রচনা
priligy 30mg tablets Direct your patients to www
clomid buy Angelico G, et al