Description
রঙ্গমহল; আকবরনাম হইতে জানিতে পারা যায়,আকবর সাহেবের সময়ে মোগল হারেমে পঞ্চসহস্র অন্তঃপুরিকা অবস্থান করিতেছিল। আবুল ফজল এক স্থানে বলিয়াছেন- সম্রাট যে স্থানে বিশ্রাম করিতেন , তাহার চতুঃপার্শ্বে কয়েকটি মহল অধিকার করিয়া রঙমহলের সীমা নির্দিষ্ট হয়েছিল। সংগ্রহ-সাহিত্য পত্রিকা, পঞ্চম বর্ষ- দ্বিতীয় সংখ্যা, জ্যৈষ্ঠ ১৩০১ বঙ্গাব্দ।
আরও পড়ুন-শাস্ত্র ও যুক্তি
There are no reviews yet.
রঙ্গমহল
Download(278 KB)রঙ্গমহল; আকবরনাম হইতে জানিতে পারা যায়,আকবর সাহেবের সময়ে মোগল হারেমে পঞ্চসহস্র অন্তঃপুরিকা অবস্থান করিতেছিল। আবুল ফজল এক স্থানে বলিয়াছেন- সম্রাট যে স্থানে বিশ্রাম করিতেন , তাহার চতুঃপার্শ্বে কয়েকটি মহল অধিকার করিয়া রঙমহলের সীমা নির্দিষ্ট হয়েছিল। সংগ্রহ-সাহিত্য পত্রিকা, পঞ্চম বর্ষ- দ্বিতীয় সংখ্যা, জ্যৈষ্ঠ ১৩০১ বঙ্গাব্দ।
Be the first to review “রঙ্গমহল”