Warning: Undefined array key "options" in /home/prabandh/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 124
যৌবনের যৌনজীবন - Prabandha Archive

Menu

যৌবনের যৌনজীবন

In Stock

Additional information

Share:

Description

যৌবনের যৌনজীবন

পূর্বযৌবনের যৌন-জীবন

নৃপেন্দ্রকুমার বসু  ও  আরধনা দেবী

অধ্যাপক মোল্ যৌনপ্রবৃত্তির বিকলন-প্রসঙ্গে-স্পর্শনাভিলাষ এবং নাড়ীগত ও দৈহিক রসবিশেষের নিষ্কৃতিসাধনেচ্ছা নামক যে দুইটি আবেগের উল্লেখ করিয়াছেন, উহাদের ক্রমিক স্ফুরণের মধ্যপথে মানুষকে একটি বিশিষ্ট অবস্থায় উপস্থিত হইতে হয়-যাহার অভাবে শেষোক্ত আবেগটির উৎপত্তি অসাধ্য হইয়া পড়ে। হ্যাক এলিস্ প্রমুখ ইংরাজ যৌনবৈজ্ঞানিকগণ এই অবস্থার নাম দিয়াছেন-state of tumescence; বাঙ্গালায় ইহার নাম দেওয়া যাইতে পারে- “উদ্বেলাবস্থা”।

প্রিয়জনের সংস্পর্শ-লাভ করিয়া অথবা তাহা সংস্পর্শসুখ কল্পনায় আনিয়া, তাহার বাক্য অথবা সঙ্গীত শুনিয়া, তাহাকে সন্দর্শন করিয়া অথবা তাহার আলেখ্য দেখিয়া, সমস্ত দেহ-মনে উদ্বেল অবস্থার উদ্ভব হয়; সমস্ত নাড়ীতন্ত্রে পুলকবেদনা- মিশ্রিত একটা দুঃসহ উন্মাদনা জাগে; সমস্ত দেহে দ্রুত রক্ত প্রবাহিত হয়-বিশেষ ভাবে দেহের কেন্দ্রস্থলে, দেহমস্থিত জীবনামৃতে শুক্রাধার পরিপূর্ণ হইয়া উঠে, এমন কি লিঙ্গোত্থানও বহুক্ষেত্রে সম্পূর্ণভাবে হইতে দেখা যায়।

বাল্যকালের যৌনাবেগে এই উদ্বেলাবস্থা একপ্রকার অজ্ঞাত থাকে বলিলেই হয়। কিন্তু কৈশোর (মোটামুটি চৌদ্দ হইতে সাড়ে সতর বৎসর বয়স পর্যন্ত) এই অবস্থার প্রথম সূচনা করে। কৈশোরের প্রারম্ভেই সকলের এ অবস্থা জাগে না, তবে উহার স্থায়িত্ব-কালের মধ্যে যে জাগিবেই, তাহা ভূয়োদর্শনলব্ধ সত্য। যাহার জাগে না, তাহাকে স্বভাবগঞ্জীর বাহিরে-নিদানশাস্ত্রের বিষয়ীভূত করিয়া রাখা স্বচ্ছন্দে চলে।

অন্যান্য দৈহিক ও মানসিক অবস্থার সহিত ইহাও কৈশোরের অন্যতম প্রধানতম বৈশিষ্ট। যাঁহারা রসশাস্ত্র (Chemistry) অধ্যয়ন করিয়াছেন, বৈদ্যুতিক শক্তিদ্বারা লীডেন জার প্রপূরিত করার উপমা প্রয়োগ করিলে, তাঁহারা উদ্বেলাবস্থার রহস্য সম্যক উপলব্ধি করিতে পারিবেন। শরীরে উদ্বেলাবস্থার উদ্রেক করিতে যতখানি সময় অতিবাহিত হয়, তদপেক্ষা অল্প সময় ব্যরিত হয় উহার প্রশমন কল্পে,- ঠিক যেরূপ লীডেন জার তাড়িৎদ্বার।

পরিপূর্ণ করিতে যতখানি সময় লাগে, তদপেক্ষা অনেক কম সময় লাগে মৃত্তিকাস্পর্শে উহার নিস্তার-সাধনে। আদ্যানন্দকে উদ্বেলাবস্থার অঙ্গীভূত করা চলিতে পারে, কারণ প্রায় ক্ষেত্রেই উহা এই অবস্থার পরিবর্ধন করে। বলা বাহুল্য, বিধিনিদিষ্ট স্ত্রীসঙ্গম দ্বারাই উদ্বেলাবস্থার প্রশমন করিতে হয়।

Note-  ১৫ পৃষ্ঠার প্রবন্ধটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ

আরও পড়ুন

স্ত্রী-পুরুষের যৌনজীবন

কামিনী ও মৃম্ময়ী- এক

যৌন অস্বাভাবিকতা

প্রেমপত্র-আলেকজাণ্ডার পোপ

সৃষ্টিতত্ত্ব- পদার্থ বিষয়ক

ভালোবাসার সংলাপ

ধর্মীয় সৃষ্টিতত্ত্ব

বাংলা সাহিত্যে মুসলমান

মধ্যযুগে জীবন যেমন

দেবদাসী প্রথা

যৌবনের যৌনজীবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যৌবনের যৌনজীবন

Download(839 KB)

Recently Viewed Products

No recently viewed products to display
Review Your Cart
0
Add Coupon Code
Subtotal