Warning: Undefined array key "options" in /home/prabandh/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 124 যৌন-সঙ্গমে বিতৃষ্ণা - Prabandha Archive
Skip to content
চিকিৎসাবিদ পণ্ডিতগণ শুক্রপীড়া বলিতে শুক্রমেহ বা স্পার্মাটোরিয়া- কেই সর্ব্বপ্রথম উল্লেখ করেন। কামের উদ্দীপন বা লিঙ্গের সমুখান না হইয়াই যে ক্ষেত্রে শুক্রস্খলন হয়, তাহাকেই শুক্রমেহ বা স্পার্মাটোরিয়া রোগ বলা হয়। এই পীড়াক্রান্ত ব্যক্তিগণের মুত্রের সহিতও অযথা শুক্র নির্গত হইয়া থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অবিবাহিত যুবকের দলই এ পীড়ায় আক্রান্ত হয় বেশী।
(ক) হস্তমৈথুন (মাষ্টার্বেশন)। (খ) স্বপ্নদোষ (নাইট পলিউসন্ অথবা নট্যারন্যাল এমিসন্)। (গ) প্রিয়েপিজম্ (লিঙ্গের অযথা দীর্ঘস্থায়ী উত্থান)। ঘ) পুরুষত্বহানি (ষ্টেরিলিটী ইন্ দি মেল)। (ঙ) সঙ্গমে বিতৃষ্ণা। (চ) প্রবল সঙ্গমেচ্ছা বা কামোন্মাদ (সেটাইরিয়েসিস্ বা নিম্ফোম্যানিয়া)। (ছ) ধাতুদৌর্ব্বল্য (নারভাস্ ডেবিলিটা)।
(জ) ধ্বজভঙ্গ (ইম্পোটেন্সি)।
এই সকল পীড়া মূলতঃ সেই শুক্রমেহ পীড়ারই অন্তর্গত। অধিকাংশ স্থলে দেখা যায়, অত্যধিক স্ত্রী-সহবাস, স্ত্রীদিগের মনোরঞ্জনার্থ নানাপ্রকার বাজে বীর্যস্তম্ভ ও তেজস্কর ঔষধ সেবন করতঃ নিয়মিত সময়ে শুক্রস্খলনের গতিরোধ করা; স্বভাবিক সময় হইতে অধিককাল সহবাস করা এবং হস্তমৈথুন প্রভৃতি নানাভাবে অপরিমিত শুক্রক্ষয় হেতুই মূলতঃ এই পীড়া দেখা দিয়া থাকে।
শুক্রমেহ ও ধাতুদৌর্ব্বল্য (Sperma- torrhea & Nervous Debility), উভয় পীড়া উৎপত্তির কারণ প্রায় একই রূপ। আর শুক্রমেহ রোগের সঙ্গেই ধাতুদৌর্ব্বল্য রোগ উপসর্গরূপে দেখা দিয়া থাকে। আবার পক্ষান্তরে ধাতুদৌর্ব্বল্য উপস্থিত হইলেও শুক্রমেহ রোগের উৎপত্তি হয়। দুইটীতে প্রায় অঙ্গাঙ্গী সম্বন্ধ। কিন্তু প্রকৃত পক্ষে অনেকেই ইহাকে পৃথক পৃথক পীড়া বলিয়া থাকেন।
আবার অনেকে ধাতুদৌর্ব্বল্য পীড়াকে স্বতন্ত্র একটা রোগ বলিয়াও ধরিয়া লন না। কারণ তাঁহারা বলেন-ইহা বিবিধ পীড়ার আনুসঙ্গিক একটা উপসর্গ বা একটা সাধারণ লক্ষণ মাত্র। যাহাই হউক এই উভয়বিধ পীড়ার উৎপত্তির কারণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করিলে দেখা যায়:- সাধারণতঃ হস্তমৈথুন, পুংমৈথুন, উপযুক্ত বা অপ্রাপ্ত বয়সে অস্বাভা- বিকরূপে শুক্রক্ষয়, অধিকরূপে শুক্রক্ষয়, অসময়ে বা অপরিণত বয়সে কিংবা পরিণত বয়সেও অত্যধিক ইন্দ্রিয় সেবা, স্বপ্নবিকার, প্রমেহ, উপদংশ, বহুকাল বা পুনঃ পুনঃ রোগভোগ, সংযম শক্তির অভাব,
২১ পৃষ্টার প্রবন্ধটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন
Leave a Reply