Description
যৌনবোধের ক্রমবিকাশ
যৌন-বোধের ক্রমবিকাশ
নৃপেন্দ্রকুমার বসু ও আরধনা দেবী
নারীর যৌন-জীবনের গোড়াকার সামান্য কয়েকটি কথা এইবার বলিব। পুরুষ-প্রসঙ্গে যে সকল মূল তথ্য উদঘাটিত করা হইয়াছে, সেগুলি নারীর ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য; বিশেষ ভাবে তাহার প্রকৃতিগত যোননীতি বা আকর্ষণের ক্রমবিবর্তন-সেই আত্মকাম, সমকাম, বিষমকাম!
শৈশব ও বাল্য নারীর শৈশব ও নরের শৈশবে পার্থক্য থাকে খুব নগণ্য। বাল্যের একটা বিশেষত্ব সম্বন্ধে কেবল দুই এক ছত্র লেখা প্রয়োজন মনে করি। সংসার-মঞ্চের কোন্ স্থানটি জুড়িয়া কোন্ বিশিষ্ট ভূমিকায় তাঁহাদিগকে অভিনয় করিতে হইবে, তৎসম্বন্ধে একটা স্কুল ধারণা-স্বামী-লাভ ও সন্তান-জননের একটা অন্ধ সংস্কার, স্ত্রীলোকের মনে অতি অল্প বয়স হইতেই যে বদ্ধমূল থাকে, তাহা তাহাদের বাল্য ক্রীড়ার ধরণ-ধারণ দেখিলেই স্পষ্ট বুঝা যায়।
প্রায়ই একজনের পুতুল ছেলে হয়, সঙ্গিনীর পুতুল মেয়ে হয়। তাহাদিগকে বাটিতে করিয়া দুধ খাওয়ায়, বিছানায় শোওয়াইয়া রাখে, ঘুম পাড়ায়, কোলে করিয়া আদর করে। কিছুদিন পরে তাহাদের পরস্পরের বিবাহ দেয়, তত্ত্ব পাঠায়; মেয়ে-জামাই আদর করিবার ধুমধাম, তারপর নাতি-নাতিনী লইয়া সুখে ঘর-ঘরকর্ণা! অথচ কি বিশিষ্ট কার্য-প্রণালীর দ্বারা ছেলেপুলের প্রজনন হয় এ চিন্তা কখনো তাহাদের মনে ঠাঁই পায় না; অর্থাৎ শৈশবে তাহাদের মনে মাতৃভাবের একটা ক্ষীণ অঙ্কুর সংজ্ঞা থাকিলেও সাধারণত আসঙ্গলিপ্সার কণামাত্র উদয় হয় না।
স্ত্রীলোকের বাল্যকালের শেষসীমা বার বৎসর বয়স পর্যন্ত; তারপর কৈশোর। সেকালে অর্থাৎ মধ্যযুগে দশ হইতে বার বৎসর বয়স রমণীর বিবাহের মুখ্যকাল বলিয়া গণ্য হইত। কিন্তু আদ্যঋতু না হইলে সাধারণত মেয়ে শ্বশুর-বাড়ীতে আসিত না। মেয়ে আদ্যঋতু দর্শন করিবার সঙ্গে- সঙ্গেই সে যৌনরসজ্ঞা বা সহবাস-সমর্থা হইয়াছে, এই ধারণা বহুকাল হইতেই প্রায় সকল দেশের মানুষের মনে নীড় রচনা করিয়াছে। ইহ্বা কতকাংশে সত্য বটে; কিন্তু ইহার অল্পবিস্তর ব্যতিক্রম অনেক দেখা যায়।
Note- ১২ পৃষ্ঠার প্রবন্ধটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ
আরও পড়ুন
যৌবনের যৌনজীবন
স্ত্রী-পুরুষের যৌনজীবন
বাঙালি মেয়ের যৌনতা
কামিনী ও মৃম্ময়ী- এক
যৌনতা,ক্ষমতা,নৈতিকতা
সৃষ্টিতত্ত্ব- জীব বিষয়ক
ঈশ্বর ও মনের আয়না
সৃষ্টিতত্ত্ব- পদার্থ বিষয়ক
ধর্মে মানবিক চেতনা
জীবনানন্দ দাশের কাব্যজীবন
প্রেমের অভাব
সভ্যতার বিকাশ
ভালোবাসা-রসের গল্প
উত্তেজিত মিথুন
সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ
আমি কেনো লিখি
যৌনবোধের ক্রমবিকাশ
Leave a Reply