Description
যৌনজ্ঞানে অকালপক্কতা
যৌনজ্ঞানে অকালপক্কতার প্রণালীসমূহ
নৃপেন্দ্রকুমার বসু ও আরধনা দেবী
[১৩৪১ বঙ্গাব্দে প্রকাশিত]
জননেন্দ্রিয়ের প্রতি একটা অতিরিক্ত কৌতূহল অত্যন্ত অল্প বয়স হইতেই শিশু-মনে নীড় বাঁধে। বিশেষত সর্বদা যে জিনিষটিকে সংগুপ্ত রাখিবার জন্য প্রত্যেকে প্রাণপণ চেষ্টা করে, সেই জিনিষটার রহস্যান্তরাল অজ্ঞতা-জয়ী আগ্রহ আবিষ্কার করিবার ইচ্ছা ও উদ্যম মানবের সহজাত সংস্কার। জননী শিশুকে লুকাইয়া যে খাবারের ঠোঙাটি সযত্নে ছিক্কার উপর তুলিয়া ঢাকিয়া রাখিয়া দেন, শিশু- মন শত ধমক ও প্রহারের ভয় উপেক্ষা করিয়া, তাহারই মর্মস্থলে পৌঁছিবার একাগ্র উৎকণ্ঠায় ঘুরিয়া মরে ‘লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে!’
মাতা নিশ্চিন্তে গৃহকর্মে রত থাকেন; শিশু চেয়ারের উপর টুল্ রাখিয়া স্মৃতি সন্তর্পণে তাহার উপর উঠিয়া, ঢাকা উঠাইয়া দেখে- তাহার মধ্যে কি কি খাবার আছে। যে খোকা শুধু দেখিয়াই তৃপ্ত হইবার নহে, সে দুই চারিখানি তুলিয়া লইয়া, রসনার রস-নিবৃত্তি করিতেও পশ্চাৎপদ হয় না। পরদিন সকালে মাতা ঢাকা তুলিয়া দেখেন-তাঁহার অজ্ঞাতে সন্তানের নাগালের বহির্দেশস্থিত খাদ্যভাণ্ডারে বেমালুম চৌর্যবৃত্তি সাধিত হইয়াছে। ‘ভাবের ঘরে চুরি’র মতো, এরকম ভাণ্ডার-ঘরে চুরি তো বড় কম অপরাধ নহে!
কিন্তু এমনি করিয়াই পিতা-মাতার অজ্ঞাতে তাঁহাদের দুধের বাছারা গোপনতার যবনিকা তুলিয়া, নিগূঢ় জ্ঞান-ভাণ্ডারে চুরি করিতে উন্মুখ,
উন্মত্ত হয়,- কখনো চেয়ার হইতে পড়িয়া পা মচকাইয়া ফেলে, কখনো হয়ত ছিক্কার উপরে হাত চালাইতে কৃতকার্য হয়, কখনো আবার খাবারে হাত দিতে গিয়া বোল্ডার কামড়ে কাঁদিয়া আকুল হয়। কিন্তু নগ্ন সত্যকে শ্লীলতার আবরণে ঢাকিয়া রাখিলেও সে মানা মানে না-বাধায় বিহ্বল হয় না।
অধ্যাত্ম-জগতে শিশুর যৌন জ্ঞান-লাভাকাঙ্ক্ষার চতুর্দিকে যেমন সামাজিক ও পারিবারিক রক্তচক্ষুর দৃষ্টি জড়ানো থাকে, আধিভৌতিক পরিমণ্ডলে তেমনি শিম্নমুণ্ডটি (glans penis) প্রকৃত-প্রদত্ত অগ্রচ্ছদার চর্মদ্বারা ঢাকা থাকে। এই উভয় জগতেই এমন একটা সময় আসে, যখন এই লৌকিক বা বাহ্যপ্রাকৃতিক প্রতিবন্ধকতা দূর করিবার জন্য তাহার সত্তার মধ্যে সর্বজয়ী একটা চেতনা-একটা সংবেদনা-একটা উন্মাদনা রণরণিয়া উঠে; তখন যে উৎস-মুখ হইতেই হোক্ তাহার পিপাসা প্রশমিত করিতে চেষ্টা করে।
Note- ৭ পৃষ্ঠার প্রবন্ধটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ
আরও পড়ুন
যৌনবোধেরর স্বাভাবিক বিকাশ
যৌনক্ষুধার বৈশিষ্ট
ভালোবাসার সংলাপ
ধর্মীয় সৃষ্টিতত্ত্ব
প্রথম দুঃখ
যৌনজ্ঞানে অকালপক্কতা
Leave a Reply