Description
মেয়েদের ইস্কুলের খনা দিদিমণি;এই ক্ষণজন্মা খনাই হলেন ভারতের প্রথম মহিলা কবি, যিনি বলেছিলেন, ‘অতি কারিগরের এই দশা, ঘর খুইয়া বাইরে বাসা’! যদিও তারচেয়ে বড় ব্যাপার হলো, ছান্দসিকা খনাই প্রথম ভেবেছিলেন যে, সাক্ষর মায়ের সন্তানসন্ততিরা কখনও নিরক্ষর থাকে না। তিনি মুখে মুখে ছড়া কেটে ঘরের মেয়েবউদের শিখিয়ে দিয়েছিলেন উন্নত জীবনচর্চার কিছু নির্ভুল ‘টোটকা’! ভারতে নারীশিক্ষার ফিতে কেটেছিলেন মেয়েদের ইস্কুলের খনা দিদিমণি। তিনি লিখতে পেরেছিলেন সেই সামাজিক বাস্তবপদ্য, ‘সকালে শোয় সকালে ওঠে, তার কিছু না বৈদ্য লুটে’!
আরও পড়ুন-
Leave a Reply