Description
মৃগয়া
আমেরিকান গল্প
আর্নেস্ট মিলার হেমিংওয়ে
অনুবাদক- দিবেন্দ্যু বন্দোপাধ্যায়
প্রকাশ ১৯৫৯ খ্রিষ্টাব্দ
গল্পের সার-সংক্ষেপ:- লিজ কোটস,স্মিথদের বাড়িতে কাজ করে। বিশাল চেহেরার পরিচ্ছন্ন মিসেস স্মিথ বলেন- লিজ কোটসের মতো পরিস্কার পরিচ্ছন্ন মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেন নি। লিজের পা দুটো সুন্দর, সর্বদা ও ফিটফাট ডোরাকাটা সজ্জা রক্ষিণী পরে থাকে এবং জিম লক্ষ করছে ওর চুল গুলো সর্বদাই পরিপাটি করে পেছন দিকা বাধা। ভীষণ হাসি খুশি বলে ওর মুখখানা জিমের খুব ভালো লাগে, কিন্তু সে কখনও ওর কথা তেমন ভাবে চিন্তা করে নি।
এদিকে জিমকে লিজের ভীষণ পছন্দ। দোকান থেথে জিমের হেটি আসার ভঙ্গি ওর খুব ভালো লাগে এবং রাস্তা দিয়ে তার রওনা হবার দৃশ্যটা দেখবে বলে প্রায়ই ও রান্না ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। জিমের গোফ জোড়া ওর ভালো লাগে। ভালো লাগে ,হাসলে পরে ঝকঝকে সাদা দাঁত গুলো দেখতে।
এক দিন জিম বাড়ির বাইরের বেসিনে হাত মুখ দোবার সময় লিজ আবিস্কার করলো জিমের হাতের লোম গুলো বেশ কালো, অথচ রোদে পোড়ার অংশটার ঠিক উপরের গুলো একেবারে সাদা, ওর বেশ ভালো লাগছে এবং এই ভালো লাগার অনুভূতিটা ওর ভারি মজার বলে মনে হয়।
ইদানিং জিম লিজেরর কথা সর্বদাই চিন্তা করে।কিন্তু জিম ওকে লক্ষ করে বলে মনে হয় না। জিম এক দিন বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিলো, জিমের সঙ্গে দিয়ে বিশেষ কোন খাবার দিয়ে দেবার জন্য লিজের খুব ইচ্ছে হচ্ছিলো, কিন্তু শেষ পর্যন্ত তা পারেনি—কারন মিসেস স্মিথের কাছে ডিম ও ময়দা চাইতে ভয় করছে।
জিমের কথা ভীষণ ভাবে ভাবছিল লিজ এবং তারপরে জিম ঘর থেকে বেড়িয়ে এলো। জিমের চোখ দুটো চকচক করছে। জিম ওর পেছনে এসে দাঁড়ালো । মানুষটার শ্বাস-প্রশ্বাস অনুভব করলো লিজ এবং তার পরেই সে দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরলো। দ্বিধাহীন ও অদম্য বলে মনে হচ্ছিল ওর স্তন দুটোকে, জিমের হাতের তলায় শক্ত হয়ে উঠছিল ওর স্তনবৃন্ত দুটি। জিম শক্ত করে বুকে চপে ধরে উষ্ণ ঠোটে ঠোট চেপে ধরে কোলে তুলে নিল—–
NOTE- ৭ পৃষ্ঠার মৃগয়া শিরোনামের সম্পূর্ণ গল্পটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন।
clarithromycin will increase the level or effect of mometasone, intranasal by affecting hepatic intestinal enzyme CYP3A4 metabolism what is priligy
how i buy provera and clomid 2020 Jan 8; 19 1 4