Description
মানুষের ক্রমোন্নতি; বানর বংশ হইতেই মানুষের উৎপত্তি হইয়াছে, ইহা একরূপ নিঃসংশয়-রূপেই স্থির হইয়া গিয়াছে। জ্ঞাতিত্বসূত্রে গোরিলা,শিম্পাঞ্জি, প্রভূতি বনমনুষরা।যে আমাদের পরম আত্বীয়, সে কথা অবিশ্বাস করিবার উপায় নাই। সূত্র-প্রবাসী পত্রিকা, ষোল খন্ড তৃতীয়, মাঘ-১৩২৩ বাংলা সন।
আরও পড়ুন-চিত্ত সংযম
Be the first to review “মানুষের ক্রমোন্নতি”