Warning: Undefined array key "options" in /home/prabandh/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 124 ভালোবাসার স্বাদ - Prabandha Archive
Skip to content
রাত্তিরে কিছুতেই ঘুম আসে না বিভুর। চোখ বুজলেই দেখতে পায় সেই ভয়ঙ্কর রা দৃশ্যটা।
ধড়ফড কবে উঠে বসে সে। তাড়াতাড়ি খাট থেকে নামতে গিযে পড়ে যায়। ক্র্যাচটা টেনে নিয়ে আস্তে আস্তে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। ফাঁকা বাস্তা। যতদূর চোখ যায় বিভুর চোখে পড়ে শুধু স্ট্রিটলাইটগুলো। দূরে পাহাড়ের গায়ে অন্ধকার ঘন হয়ে বসেছে। ওপরে তারাভরা আকাশ। চাঁদ যে কোথায় হারিয়ে গেছে কে জানে। গভীর রাতের নির্জন নীরবতা অক্টোপাসের মতো বিভুকে জড়িয়ে ধরতে চায়।
বিভুর ভীষণ একা লাগে। ভয় করে। যে আতঙ্কটাকে ও গলা টিপে মারতে চায সেটাই যেন তাকে চারপাশ থেকে চেপে ধরতে চায়। সেই মর্মান্তিক দৃশ্যটা চোখেব সামনে ভেসে ওঠে। কেঁপে ওঠে বিভু। শিরশিরে অথচ-ঠাণ্ডা রক্তের স্রোত, ওব গোটা শরীরে দাপিয়ে বেড়ায়। বিভুব মনে হয়, ভয়ের মুখোশ পবে সেই মুহূর্তটা তার চোখেব সামনে বুঝি নেচে বেড়াচ্ছে। ছটফট করে ওঠে বিভু।
রণধীরের এখন টানা নাইট ডিউটি। শুধু এই শহর নয়, গোটা অঞ্চল নিযে যা চলছে। রণধীর খেয়েদেয়ে একটু তাড়াতাড়ি অফিসে চলে যায়। বিভুও ওর সঙ্গে খেযে নেয়। রণধীর অফিসে চলে যেতেই বিভু একা। আজকাল একা থাকতে বিভু ভয় পায় কিন্তু উপায় নেই। বাড়ি যে যাবে তাও সম্ভব নয়। কৃত্রিম পাটা এখনো সডগড় হয়নি। মা দেখলেই বুঝতে পারবেন। ও চায় না ওর জন্যে মা মনে কষ্ট পান। কিন্তু এতবড় সত্যটা আর কতদিন যে লুকিয়ে রাখা সম্ভব হবে তাই বা কে জানে। একদিন না একদিন মা তো জানতে পারবেনই। তখন……
বড় অসহায় লাগে বিভুব। কৃত্রিম পা আব নিজেব পা তো এক জিনিস নয়। ও কি পাববে আগের মতো পাহাড়ে চড়তে, কিংবা ছুটে গিয়ে পোজিশান নিয়ে গুলি চালাতে? আর্টিফিসিয়াল লিম্ব বিভাগের বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন, ওর কোনো অসুবিধা হবে না। ও আগের মতোই থাকবে। বিভু জানে তা কিছুতেই সম্ভভ নয। আগে হলে অবসব নিতে হতো। এখন সেটা হয় না-এই যা।
Note- ১২ পৃষ্ঠার গল্পটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ
Leave a Reply