Description
বৌদ্ধ ধর্মের দান
প্রবোধচন্দ্র বাগচী
সূত্র- ১৯৩১ সালে প্রকাশিত পরিচয় পত্রিকা থেকে সংগ্রহীত ।
প্রবন্ধের সারাংশ:- বৌদ্ধ ধর্ম ইউরোপীয় পন্ডিতদের যতটা দৃষ্ট আকর্ষণ করতে পেরেছে ,আমদের ততটা পারেনি। অথচ এই ধর্ম যে ভারতীয় সভ্যতার প্রাণ স্বরূপ তাতে সন্দেহ নেই। বৌদ্ধ ধর্মের প্রেরণা পেয়েই ভারতীয় ভাস্কর্য্য ও চিত্রকলা বিকাশ লাভ করেছিল; কাব্য ও নাট্য সাহিত্যে নতুন রস সাঞ্চার হয়েছিল, আধ্যাত্ম দৃষ্টিও প্রসার ভাল করে ছিল।
ভারতবর্ষ থেকে সাইবেরিয়া ও পারস্য থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত, সমস্ত দেশের আধ্যাত্ম দৃষ্টির ভেতর আজ অবধি যে ঐক্য দেখা যায় তা বৌদ্ধ ধর্মের অনুপ্রেরনাতেই ঘটেছিল। ভারতে বাইরে ভারতীয় সভ্যতার প্রসার যদি বেশির ভাগ বৌদ্ধ ধর্মের প্রভাবেই হয়ে থাকে, তবে তার ইতিহাস, সাহিত্য ও দর্শন উপেক্ষা করে নিজেদের আদর্শকেই যে ক্ষুন্ন করছি সে কথা জোড় দিয়েই বলা যায়।
বৌদ্ধ ধর্ম যে নতুন ভাবধারা বইয়ে দিয়ে ভারতের প্রাণকে রসময় করে তুলেছিল সে ধারা কোথায় কিভাবে নূতন নূতন উৎসের সৃষ্টি করেছিল তা আমাদের জানতে হবে,নইলে ভারতের ইতিহাস অসম্পূর্ণ রয়ে যাবে।
যা হোক পালি ভাষায় লেখা সাহিত্য প্রাীন না হলেও বৌদ্ধ ধর্ম যে প্রচীন তাতে সন্দেহ নেই। এই প্রচীন বৌদ্ধ ধর্মের রূপ সঠিক ভাবে ধরতে গেলে বৌদ্ধ সাহিত্যের সমস্ত দিক না দেখলে চলে না। বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে লুপ্ত হয়েছে বটে, কিন্তু ভারতের সীমান্ত দেশ ব্রহ্ম, সিংহল ও নেপালে তার আধতপ্য এখনও অক্ষুন্ন রয়েছে।
NOTE- ১০ পৃষ্ঠার মূল্যবান এই প্রবন্ধটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন।
Leave a Reply