Description
বৈজ্ঞানিক মনোবৃত্তি; বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমানিত হইয়াছে যে সূর্যের আলো ও বিশুদ্ধ বাতাস গায়ে লাগান দৈহিক ও মানসিক পুষ্টি বিধানের পক্ষে একান্ত প্রয়োজনীয়।তথাপি আমরা ধূম ও ধূলি ধুসরিত,আলো বাতাসহীন শহরে বসবাসের জন্য উন্মত্ততা দেখাই, ইহা কি বৈজ্ঞানিক মনোবৃত্তির লক্ষণ।সংগ্রহ- উজ্জ্বল ভারত পত্রিকা,চতুর্থ বর্ষ পঞ্চম সংখ্যা, জ্যৈষ্ঠ-১৩৫৮ সন।
আরও পড়ুন-আকাশ তরঙ্গ
বৈজ্ঞানিক মনোবৃত্তি
Download(145 KB)বৈজ্ঞানিক মনোবৃত্তি; বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমানিত হইয়াছে যে সূর্যের আলো ও বিশুদ্ধ বাতাস গায়ে লাগান দৈহিক ও মানসিক পুষ্টি বিধানের পক্ষে একান্ত প্রয়োজনীয়।তথাপি আমরা ধূম ও ধূলি ধুসরিত,আলো বাতাসহীন শহরে বসবাসের জন্য উন্মত্ততা দেখাই, ইহা কি বৈজ্ঞানিক মনোবৃত্তির লক্ষণ।সংগ্রহ- উজ্জ্বল ভারত পত্রিকা,চতুর্থ বর্ষ পঞ্চম সংখ্যা, জ্যৈষ্ঠ-১৩৫৮ সন।
Leave a Reply