Description
বাঙলা কি পড়বো; যাঁর বইয়ের ভাষার সঙ্গে পরিচিতি নেই- তাঁর ভাষা জ্ঞান অনেটাই আদিম। যে ভাষা তিনি যানেন তাতে নিত্য জীবনে সুখ, দুঃখ, রাগ বিরাগ প্রকাশ করা যায়, কিন্তু মানুষের মনের সকল ক্ষুধার নিবৃত্ত হয় না। সূত্র- সবুজ পত্র পত্রিকার ১৩২৫ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা।
আরও পড়ুন-প্রাচীন ভারতে বিশ্ববিদ্যালয়
Leave a Reply