Description
বঙ্গে নারী নির্যাতন
লেখক- অজ্ঞাত
সূত্র- ১৯২৪ সালে প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রবাসী পত্রিকা ।
প্রবন্ধের সারাংশ:- বঙ্গে নারী নির্যাতন ঘরে এবং বাইরে উভয়ক্ষেত্রেই হয়ে থাকে। অন্তঃপুরে বালিকা ও তরুণী বধু বিধবাদের উপর যে- সব অত্যাচার তাহা অতি অল্প অংশই প্রকাশ প্রকাশ পায়। কিন্তু মধ্যে মধ্যে আদালতে মোকাদ্দমা হওয়ায় নানাবিধ নানা অত্যাচারের প্রকাশ পায়। সচারচর কিন্তু অত্যাচারিতারা লোক চক্ষুর অন্তরালে অত্যাচার সহ্য করিতে করিতেই মৃত্যু মূখে পতিত হয়।
অত্যচারীদের মধ্যে হিন্দু মুসলমান উভয়ই আছে; কিন্তু মুসলমানই বেশী। মুসলমান অত্যাচারীরা মুসলমান স্ত্রীলোকদের উপর কখনো কখনো করিয়া থাকে, কিন্তু তাহাদের দ্বারা সাধারণতঃ হিন্দু স্ত্রীলোকদের উপর অত্যচারই হইয়া থাকে। দুর্বৃত্ত হিন্দু দ্বারা মুসলমান নারীর নির্যাতনের কথা শুনা যায়।
ভারতবর্ষের মধ্যে এই প্রকার অত্যাচার বাংলাদেশে যত হয়, অন্য কোথাও তত হয় না। তাহার একটি কারন এই যে , বাংলাদেশে মুসলমানের সংখ্যা সর্বাপেক্ষা অধিক, এবং তাহাদের মধ্যে অশিক্ষিত লোকের সংখ্যাও খুব বেশী। হিন্দুরা হিন্দু সমাজের এবং মুসলমানেরা মুসলমান সমাজের দোষ দেখাইয়া তাহার সংশোধন করিবার চেষ্টা করিলে ভাল হয়।
বঙ্গে হিন্দু সমাজ নারী নির্যাতনের জন্য যে অনেকট দায়ী, তাহাও আমাদিগকে স্বীকার করিতে হইবে। অনেক দুর্বৃত্ত মুসলমানের মতন অনেক দুর্বৃত্ত হিন্দু নারী নির্যাতন করে, এরূপ সংবাদ মাঝে মাঝে সংবাদ পত্রে প্রকাশিত হয়। আবার সব অত্যাচারের কথা সংবাদ পত্রে প্রকাশ পায় না।
ভারতে বিধবাদের দুরাবস্থা বহু শতাব্দী হইতে চলিয়া আসিতেছে। বৌদ্ধ যুগেও বিধবাদের দুর্দশার বর্ণনা দেখা যায়। হিন্দু সমাজে নিঃসন্তান বিধবাদের বিবাহ সচারচর না হওয়ায় তাহাদের লাঞ্ছনা নির্যাতন ও দুর্দশা নানা প্রকারে হয়, এবং তাহাদের উপর অত্যাচারও হয়।
NOTE- আট পৃষ্ঠার ‘ বঙ্গে নারী নির্যাতন ‘ শিরোনামের সম্পূর্ণ প্রবন্ধটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন
নীচের লিংক থেকে আরও পড়ুন
নারী বিষয়ক প্রবন্ধ
Leave a Reply