Description
বঙ্গে ধর্মভাব
লেখক-অজ্ঞাত
সূত্র-১৮৭৭ সালে প্রকাশিত শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ‘বঙ্গদর্শন’ পত্রিকা থেকে সংগ্রহীত।
প্রবন্ধের সারংশ:- আজ কাল আমাদের দেশে নাস্তিকতার কিছু প্রাদুর্ভাব দেখা যায়। কৃতবিদ্যমণ্ডলীমধ্যে যাহারা ধর্ম বিষয়ে একেবারে উদাসীন নহেন, তাহারা প্রায় নাস্তিক। সাধারণ লোকদিগের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহারা প্রায় পণ্ডিতদিগের অনুসরণ করেন। এই কারণে, যাহারা কৃতবিদ্য নহেন তাহাদের মধ্যেও অনেকে দেখাদেখি উদাসীন অথবা আস্থাশূন্য।
যাহাদের কিছুমাত্র লেখাপড়া বোধ আছে, তাহারা সকলেই প্রায় হিন্দুধর্মে আত্মাদরের খাতিরে মৌখিক শ্রদ্ধা প্রকাশ করিয়া থাকেন। হিন্দুধর্ম কলহের উপযুক্ত নহে বলিয়াই আমরা উহার বন্ধু। হিন্দুধর্ম দুর্বল, জরাজীর্ণ, নিরাশ্রয় বলিয়াই আমরা উহার সহায়। আর ব্রাহ্মরা উহার শত্রু, অশুভাকাঙ্খী, উচ্ছেদাভিলাষী, এজন্য অনেকে হিন্দুধর্মের পক্ষ–যুক্তিদ্বারা হিন্দুধর্ম সমর্থন করিতে প্রস্তুত। নতুবা, শ্রদ্ধা বা আস্থা আছে বলিয়া বোধ হয় না।
আপনার সুখের, স্বার্থের বা আমোদের প্রতিকূল হইলে প্রায় কাহাকেও হিন্দুধর্মের মুখ রাখিতে দেখা যায় না। হিন্দুধর্মানুযায়ী কর্মকাণ্ডও কতক কতক শিক্ষিত দলের আছে, কিন্তু সে অন্য কারণে। তাহারা দেবদেবীকে প্রকাশ্যে প্রণাম করেন, কতকটা উদাসীন ভাবে, কতকটা পূর্বাভ্যাসবশত:, কতকটা হয়ত লোকের চক্ষে ধুলঅ দিবার অভিপ্রায়ে।
বাড়ীতে দোল দুর্গোৎসব করেন, কতকটা পিতামাতার খাতিরে, কতকটা বন্ধুবান্ধবের অনুরোধে, কতকটা আমাদের জন্য, আর কতকটা ঠিক বলা যায় না, কিন্তু বোধ হয় যেন শ্রীচরণকমলযুগলের ভষ্যে। কেহ না মনে করেন, হিন্দুধর্মের নিন্দা হইতে হিন্দুধর্ম ভালো কি মন্দ, শ্রদ্ধার উপযুক্ত কি না, সে কথা আমরা বলিতেছি না সমাজমধ্যে ধর্মভাবের কিরূপ অবস্থা তাহাই নির্দেশ করা যাইতেছে।
ব্রাহ্মধর্মের অবস্থা আরো শোচনীয়। ভক্তি শ্রদ্ধা দূরের কথা, অনেক ভদ্র লোকে ব্রাহ্ম বলাইতে লক্ষা বোধ করেন, ব্রাহ্ম বলিলে অপমান বোধ করেন। অথবা সে যাহাই হউক, লক্ষা থাক বা না থাক, ব্রাহ্মধর্মের উপর লোকের আস্থা নাই যাহারা নাম লেখাইতে কুলত্যাগ করিয়াছেন, তাহাদেরকথা স্বতন্ত্র-তাহাদের মধ্যেও কেহ কেহ আবার গোমর খাইয়া সমাজে ফিরিয়াছেন, দেখা গিয়াছে-কিন্তু ব্রাহ্মধর্ম সমাজকর্ত্ত্ক সমাদৃত নহে।
NOTE- ১৩ পৃষ্ঠার ‘ বঙ্গে ধর্মভাব ‘ শিরোনামের সম্পূর্ণ —পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন
6 within 30 days after myomectomy reddit priligy
anti wrinkle cream prospecto augmentine 500 sobres West Brom have been poor so far this season and a trip to the Cottage is never easy, but Fulham haven t exactly set the world on fire themselves yet, and with their injury problems this could be a difficult test lasix uk