Description
ফরাসি কবিতা-লেওপলদ সেদার; কবির সম্পূর্ণ নাম লেওপলদ সেদার সঁগর,তিনি সেনেগালের এক সম্পন্ন পরিবারে ১৯০৬ সালে জন্ম গ্রহন করেন। ১৯৩৫ সালে ফ্রান্সে অধ্যাপনা করতে থাকেন। তাঁর কবিতা গুলো-সিন-এর রাত্রী, কৃষ্ণা নারী, নবীন সূর্যের অভিবাদন। সম্পাদনা করেন পুস্কর দাশগুপ্ত।
আরও পড়ুন-
Leave a Reply