Description
ফরাসি কবিতা – ফ্রঁসিস পোঁজ; মানুষ ! আকৃতিহীন খোলসওয়ালা প্রাণির দল, রাস্তায় বের হওয়া ভীর, কালের পদদলিত লক্ষ লক্ষ পিপিলিকা! তোমাদের এক মাত্র বসতি তোমাদের যথার্থ রক্তের থেকে উঠে আসা সমন্বিত বাস্প- বললেন ১৮৯৯ সালে ফ্রান্সে জন্ম গ্রহনকারী ফ্রঁসিস পোঁজ।তাঁর কবিতা গুলো অনুবাদ ও সম্পাদনা করেন পুস্কর দাশগুপ্ত।
আরও পড়ুন-
Leave a Reply