Description
প্রেম-রঙ্গ ( ভাগ-৭); চুম্বন- মানুষের এমন দুর্বল মূহুর্তে শারীরিক চাহিদা জনিত লালসার জন্ম নেয়,- তখন অতিপ্রকৃত শক্তির হস্তক্ষেপ ছাড়া মানুষকে আর কে রক্ষা করিতে পারে।প্রেমদাস ভিক্ষারী প্রণীত। ১২৯৫ বঙ্গাব্দ বা ১৮৮৮ খ্রিস্টাব্দে প্রণীত প্রেম–রঙ্গ নামক গ্রন্থ হইতে সংগ্রহীত।
Note রচনাটি ১২ ভাগে বিভক্ত।
আরো পড়ুন-প্রেম-রঙ্গ ( ভাগ-৬)
Leave a Reply