Description
প্রেম-রঙ্গ ( ভাগ-৩); দর্শন- না দেখিয়া প্রেম জন্মিয়াছে,- ইহা কেবলই কবির কল্পনার ক্ষেত্রেই দেখিতে পাওয়া যায়। জগতে না দেখিয়া প্রেম জন্মিয়াছে এ রূপ দৃষ্টান্ত দেখিতে পাওয়া যায় না। তবে বিনা দর্শনেও প্রেম জন্মে,- কল্পনা শক্তির চরম উৎকর্ষ সাধন হলেই এই রূপা প্রেম জন্মে।লেখক-প্রেমদাস ভিক্ষারী । প্রকাশ-১৮৮৮ খ্রিস্টাব্দ।
Note রচনাটি ১২ ভাগে বিভক্ত।
আরো পড়ুন-প্রেম-রঙ্গ ( ভাগ-২)
Be the first to review “প্রেম-রঙ্গ ( ভাগ-৩)”