Description
প্রেম-তত্ত্ব (ভাগ-৯); প্রেম গ্রহন ও প্রেম প্রকাশ। যাকে বলে ভালবাসার অনুভূতি। হৃদয়ের প্রকৃত অবস্থা অবগত হওয়ার তিন প্রকার ভাবের প্রকাশ হয়, মুখ,স্বর ও অঙ্গের ভাব।কিন্ত এই সকল অঙ্গের ভঙ্গি দেখে হৃদয়ের অবস্থা হৃদয়াঙ্গম সম্পূর্ণ হয় না। লেখক-প্রেমদাস ভিক্ষারী ।লেখকের ১২৯৫ প্রকাশিত ‘প্রেম–তত্ত্ব’ নামক গ্রন্থ হইতে সংগ্রহীত।
Note রচনাটি ১২ ভাগে বিভক্ত।
আো পড়ুন-প্রেম-তত্ত্ব (ভাগ-৮)
Leave a Reply