Description
প্রেম-তত্ত্ব (ভাগ-১২); প্রেম রাজ্য। আস ভাই প্রেম রাজ্যে যাই।প্রেম রাজ্যের পথ সহজ না হইলেও কন্টকাকীর্ণ নয়। প্রেম সুখ অনুভবের জন্য কঠিন সাধনার প্রয়োজন। কাটাঁর ভয়ে গোলাপের গন্ধ নেওয়া হইতে বিরত থাকা কা উচিৎ হবে ? লেখক-প্রেমদাস ভিক্ষারী প্রণীত। ১৮৮৮ খ্রিস্টাব্দে লেখক-প্রেমদাস ভিক্ষারী প্রণীত ‘প্রেম–তত্ত্ব’ নামক গ্রন্থ হইতে সংগ্রহীত।
Note রচনাটি ১২ ভাগে বিভক্ত।
আরো পড়ুন-প্রেম-তত্ত্ব (ভাগ-১১)
Leave a Reply