Description
প্রেমের প্রগতি; ভক্তি যখন বিধি-নিষেধের গন্ডি অতিক্রম করিয়া সর্বধর্মান পরিত্যগ করে, তখন তাহা প্রেমে পরিণত হয়। এই প্রমের মূলে মমতা- মমতা প্রেমসঙ্গতা- আত্মীয় বুদ্ধি। বৈষ্ণব পরিভাষায় এই প্রেমের নাম রতি। সংগ্রহ-মাসিক পরিচয় পত্রিকা, মাঘ-১৩৪৩ বাংলা সন।
আরও পড়ুন-মানবের নিয়তি
Leave a Reply