Menu

প্রথম পুরুষ সম্মিলন

In Stock

Additional information

Share:

Description

প্রথম পুরুষ সম্মিলন
নৃপেন্দ্রকুমার বসু  ও  আরধনা দেবী
[১৩৪১ বঙ্গাব্দে প্রকাশিত]
স্ত্রী-পুরুষের যৌন-জীবনের মানসিক প্রগতি ও বৈশিষ্ট সম্বন্ধেই এই পুস্তকে প্রধানত আলোচনা করা হইতেছে; উভয়ের দৈহিক বৈশিষ্ট বা ইন্দ্রিয়াদির সংস্থান সম্বন্ধে অথবা আদর্শ যৌন-জীবন কিরূপ হওয়া উচিত, তৎসম্বন্ধে কোন উপদেশ দেওয়া এই পুস্তকের উদ্দেশ্য নহে। তবে মানুষের দেহ ও মনের মধ্যে এরূপ নিকট-সম্পর্ক যে, একটার সম্বন্ধে আলোচনা করিতে গেলে আর একটাকে একেবারে বাদ দেওয়া চলে না। সেইজন্য মনোরাজ্যের বর্ণনা করিতে গিয়া, দেহ-মন্দিরের দুই একটি বিগ্রহকে মাঝে মাঝে আমরা স্পর্শ করিতে বাধ্য হইব।
বিবাহের অব্যবহিত পরেই স্ত্রী যে স্বামীর সহিত সম্পূর্ণভাবে মিলিত হইতে পারে না, তাহার মানসিক যেমন কতকগুলি কারণ বর্তমান প্রথম যৌন- সম্মিলনে বাধা থাকে, তেমনি দৈহিক একটা প্রকাণ্ড বাধাও বর্তমান থাকে। যাহাকে ইতঃপূর্বে কখনো চোখে দেখি নাই, হয়ত যাহার বাঁশীও শুনি নাই, সহস্র লোকের হর্ষোদ্দীপ্ত কল-কোলাহলের মধ্যে নিমেষে ছিনাইয়া-লওয়া
এক শুভদৃষ্টির পরই তাহাকে আপন শয্যায় স্থান দিয়া একান্ত বুকের মধ্যে টানিয়া লওয়া অথবা তাহার সহিত প্রাণ খুলিয়া রইস্যালাপ করা-তাহার জীবনের সুখ-দুঃখের প্রত্যেক সুরটির সহিত কণ্ঠ মিলাইয়া দেওয়া-পিতা-মাতার স্নেহ-রসে আবাল্যপুষ্ট দেহটিকে স্বেচ্ছায় তাহার মদন-দেবালয়ের প্রদীপ করিয়া তুলিয়া ধরা-একি সহজে সম্ভবে অরতাপূর্বা কন্যার ‘সহিত যৌন-সম্মিলনে দেহগত ও মনোগত কতকগুলি অনুপেক্ষণীয় ‘অন্তরায় আছে বলিয়াই ‘কামসূত্রে’র গ্রন্থকার মুনি সতীচ্ছদ বাৎস্যায়ন প্রথম সম্প্রয়োগ অত্যন্ত সাবধানে সাধন করিতে নবীন ভর্তাদিগকে উপদেশ দিয়াছেন।
জন্মের সময় হইতেই বালিকার যোনিনালির প্রবেশ-মুখের ভিতরদিকে একটা গুটানো চামড়ার পর্দা থাকে, উহার নাম সতীচ্ছদ (Hymen or maiden-head)। ঢাক্ বা ঢোলকের মুখে যেমন চাড়া লাগানো থাকে কিংবা কর্ণরন্ধ্রে যেমন (tympanic membrane) সন্নিবিষ্ট থাকে, কতকটা সেই ভাবেই সতীচ্ছদটা যোনি- নালির অভ্যন্তর ভাগে প্রবেশের পথটি প্রার জুড়িয়া থাকে। কিন্তু প্রায় সকল বালিকারই সতীচ্ছদের ঊর্ধাদকে একটি খণ্ডচন্দ্রাকার ক্ষুদ্র ছিদ্র থাকে; পাত্রভেদে এই ছিদ্রপথে একটি খড়িকা হইতে একটি কনিষ্ঠাঙ্গুলি প্রবেশ করিতে পারে।
Note-  ১৮ পৃষ্ঠার প্রবন্ধটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ
আরও পড়ুন
সমকাম ও সমমেহন
পূর্ণবয়সে যৌনবোধ
যৌনবোধেরর স্বাভাবিক বিকাশ
লজ্জাশীলতার গূঢ়তত্ব
কামিনী ও মৃম্ময়ী- এক
বাঙালি মেয়ের যৌনতা

প্রথম পুরুষ সম্মিলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রথম পুরুষ সম্মিলন

Download(952 KB)

Recently Viewed Products

No recently viewed products to display
Review Your Cart
0
Add Coupon Code
Subtotal