Description
পৃথিবীর বয়স; জননী বসুন্ধরার বয়স নিরূপন করিতে গিয়া মোটের উপর আন্দাজে নির্ভর করিতে হয়। কেন না মা জননী ভূমিষ্ট হইবার সময় তাঁহার পূত্রকন্যার মধ্যে কাহারো উপস্থিতির সম্ভাবনা ছিল না, সেই জন্য জন্মকালনির্ণয়োপযোগী কোষ্ঠীর খুব অভাব।
আরও পড়ুন-বৈজ্ঞানিকের কৃষ্টি-কল্পনা
Leave a Reply