Warning: Undefined array key "options" in /home/prabandh/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 124 পূর্ণবয়সে যৌনবোধ - Prabandha Archive
Skip to content
নারীর যৌনবোধ-প্রসঙ্গে পুরুষের যৌন-বোধের অনেক তথ্যই আপনা-আপনি প্রকাশ পাইবে। পুরুষের যৌনবোধ সম্বন্ধে কিছু আলোচনা করিতে গেলে, একটি পরম বৈশিষ্ট ধরা পড়ে যে, জগতের সকল দেশের সকল সাধারণ নারীর যৌন-জীবনের অন্তস্থলে যেমন একটা যৌন-বোধে বৈচিত্র সঙ্গতি ও সমরূপতার ধারা বহে, সকল পুরুষের যৌন-জীবন কিন্তু সেরূপ নহে; -ইহার বৈচিত্র,
বৈষম্য ও তারতম্য এত অধিক যে, তৎসম্বন্ধে একটা সাধারণ নিয়ম-সূত্র তৈয়ারী করা বড় কঠিন ব্যাপার। ইহার একটা কারণ আছে। এখনো জগতের অধিকাংশ নারীই একইপ্রকার গার্হস্থ জীবন, একই আবেষ্টনী, একই আচার-ব্যবহার, প্রথা
ও মতবাদ, একই কার্য ও চিন্তা-স্রোতের মধ্যে, তাঁহাদের অন্তর্মুখী মন লইয়া, জীবন অতিবাহিত করেন।
স্থান, কাল, বংশানুক্রম, অর্জিত শিক্ষার প্রভাবে তাঁহাদের স্বভাবের মধ্যে প্রতীয়মানত যত বৈচিত্রই সংঘটিত হউক না কেন, মনোবিদের নিকট তাহার একটা সৌসাদৃশ্য ধরা পড়ে; বিশেষভাবে তাঁহাদের যৌনবোধের পরিণতির মধ্যে তাল- গতি-মাত্রার কিছু পার্থক্য থাকিলেও যেন সুরের একটা একত্ব খুঁজিয়া পাওরা যায়।
কিন্তু পুরুষের মন বহিমুখী-কর্ম বহুরূপী-জ্ঞানের প্রণালী বহুবিধ।তাহার বিদ্যা, তাহার বুদ্ধি, তাহার উপজীবিকাব ক্ষেত্র, তাহার চিন্তার ধারা তাহার কারণ পরস্পর বিভিন্ন। কাযেকাযেই সকল পুরুষের যৌন-বোধ সমান প্রণালীতে বিকশিত হয় না; এমন কি, একই পরিবারের অন্তর্গত দুই জনের যৌন-জীবনের সাধারণ ভিত্তি খুঁজিতে গিয়া ব্যর্থমনোরথ হইতে হয়।
এই প্রসঙ্গে পুরুষ ও নারীর দেহগত একটা পারস্পরিক পার্থক্যের উল্লেখ করিয়া গেলে বোধ হয় খুব অশোভন হইবে না। দশটি পূর্ণবয়স্ক পুরুষের যৌন-যন্ত্রের মধ্যে দৈর্ঘ্যে-প্রন্থে, গঠন-ভঙ্গিমায় যতখানি পার্থক্য থাকে, দশটি পূর্ণবয়স্কা রমণীর যৌন-যন্ত্রের মধ্যে ততখানি পার্থক্য পরিলক্ষিত হয় না।
মনোবৈজ্ঞানিক কিন্তু হঠিবার পাত্র নহেন। পরস্পরের ভিতর এই অদ্ভুত বৈষম্যের মধ্য হইতেও তাঁহারা দুই-চারিটি সাধারণ গুণ টানিয়া বাহির করিয়াছেন। বলা বাহুল্য, সেগুলি সকল পুরুষের প্রতি সমানভাবে প্রযোজ্য না হইলেও অধিকাংশের প্রতি বটে। নিম্নে সেই গুণগুলি লইয়াই একটু আলোচনা করা হইবে।
Note- ৩ পৃষ্ঠার প্রবন্ধটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ
Leave a Reply