Description
নেশা;বুকের ভেতর সহসা বেজে ওঠে ডিডিম ডিডিম ড্রাম। এ কী আনন্দ আকাশ জুড়ে! একেবারে অন্যরকম আনন্দ! এমন আনন্দ তাকে কেউ দেয়নি কখনো। এমন করে সোঁদাগন্ধ। শোঁকেনি সে কতদিন! এ গন্ধ যেন তার মায়ের গায়ের। মামাবাড়ির মাটির! রিপন তাকে নিয়ে ছুটে চলে দুরে••• কোন প্রস্তুতি ছাড়াই।
আরও পড়ুন-
Be the first to review “নেশা”