Description
নট-নাটক ও নাট্যকার; সংস্কৃত অলংকারীকরা নাটককে বলেছেন দৃশ্যকাব্য। অর্থাৎ নাটকের সাহিত্যগুণ থাকবে এবং তা দর্শনীয় হবে। দুটির একটি অনুপস্থিত থাকলে নাটকের নাটকত্ব ক্ষুন্ন হবে। নাটকে সাহিত্যগুণ আরোপ নাট্যকারের কর্তব্য আর তাকে দর্শনীয় করা নটের কাজ। রবি মিত্র রচিত এ প্রবন্ধটি সমকালীন পত্রিকয় ১৩৬৭ বাংলা সালের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রচারিত।
আরো পড়ুন-নাটকের শৈশব,রেনেঁসাসের সূত্রপাত
Leave a Reply