Description
ধর্ম প্রবৃত্তি
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
প্রবন্ধের সারাংশ:- মানুষ্যত্বলাভের পূর্বেই জীবত্ব লাভ করেছিল। সংসারের মধ্যে মানুষ একটি জীব। তাহার জীবন রক্ষা বিষয়ে স্বাভাবিক প্রবৃত্তি রহিয়াছে। এই প্রবৃত্তি না থাকিলে এত দিন সংসারে টিকতে হইত না ও পাপ পূণ্য ধর্মা ধর্ম বিষয়ে বিচার লইয়া আমাদেরকেও এতে প্রবৃত্ত হইতে হতো না। জীবন রক্ষাই মানব রূপি জীবের প্রথম ও প্রধান ধর্ম।
জীবন রক্ষার অনুকুল পথে তাহাকে চলিতে হইবে নতুবা তাহার অস্তিত্ব থাকিবে না, প্রকৃতি এই রূপ ব্যবস্থা করিয়াছেন, কোন পথ জীবনের অনুকুল, তাহা বিবেচনা করিয়া দেখিবার ক্ষমতা সকলের নাই, অথবা তাহা পদে পদে বিচার করিয়া জানিতে গেলে জীবন রক্ষা হয় না, জীবন সমর এমনই ভয়ানক। সেই জন্য প্রকৃতিই তাহার কতগুলো মনোবৃত্তি সৃষ্টি করিয়াছেন।
সেই স্বভাবজাত মনোবৃত্তির নাম সুখান্বেষণ প্রবৃত্তি বা দুঃখ পরিহার প্রবৃত্তি। জীব সেই প্রবৃত্তির বসে চলে বলিয়াই আজও পর্যন্ত তাহার অস্তিত্ব আছে। সত্য বটে সুখান্বেষণ প্রবৃত্তি সর্বত্র এবং সর্বদা তাহাকে ঠিক পথে , জীবনের অনুকুল পথে লইয়া যায় না। সে প্রকৃতির ব্যবস্থার দোষ । কিন্তু তাহার পক্ষে অন্য উপায় নাই। জীবন থাকুক আর নষ্টই হউক সে সুখান্বেষণে বাধ্য।
প্রকৃতির নিকট ব্যক্তির জীবন মূল্যহীন, জাতির অভ্যুদয় তাহার উদ্দেশ্য। তবে জাতির অভ্যুদয় সাধনের জন্য ব্যক্তি মাত্রকে কিছুদিন বাঁচাইয়া রাখিয়া খাটাইয়া লইতে হয়; তাই প্রকৃতির প্ররোচনায় ব্যক্তি মাত্রই জীবন ব্যাপিয়া খাটিতেছে। সে মনে করে, আপন জীবন উৎকর্ষের জন্য এত প্রয়াস এত যত্ন করিতেছি। কিন্তু হায়, সে জানে না ,কি ভীষণ প্রতারণায় সে প্রতারিত।
NOTE- ১৫ পৃষ্ঠার ‘ ধর্ম প্রবৃত্তি’ শিরোনামের নিবন্ধটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন।
নীচের লিংক থেকে আরও পড়ুন
ধর্ম বিষয়ক প্রবন্ধ
জীবন ও ধর্ম
স্বার্থ ও পরার্থ- ধর্ম ও দর্শন
বৌদ্ধ ধর্মে বিশ্বপ্রেম-ভাগ-২
জাপানের ধর্ম-প্রবন্ধ
ধর্ম নিরপেক্ষতা-ভাগ-১০
হিন্দুর ধর্মান্তর গ্রহন
প্রত্যক্ষ ধর্ম
ধর্ম ও বিজ্ঞান
বিচিত্র রচনা সম্ভার
বিবাহ-বহির্ভূত যৌন সংসর্গ
মুনি-ঋষিদের যৌনজীবন
বিবাহ-পূর্ব যৌন সংসর্গ
চিন্তশক্তির পণ্যায়ন
কাম ও প্রেম
প্রেম ও কামে পার্থক্য
বিষন্ন প্রেমিক টলস্তয়
প্রাচীন ভারতে বিবাহ
যৌন জীবনের পটভূমিকা
কানু নাথের অনুলিপি (পর্ব-৪)
বিশ্বামিত্র ও মেনকা
Leave a Reply