Description
থেমে যায় নদী কলতান
মূল – পাবলো নেরুদা
অনুবাদ-অশোক রাহা
প্রকাশ ১৩৬৩ বঙ্গাব্দ
কবি পরিচিতি :- রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসোয়ালতো (১৯০৪ – ১৯৭৩) প্রথমে তার ছদ্মনাম এবং পরবর্তীকালে আইনসিদ্ধ পাবলো নেরুদা নামে পরিচিত। তিনি চিলীয় কূটনীতিক ,রাজনীতিবিদ এবং কবি ছিলনে।পাবলো নেরুদা তেরো বছর বয়েসে কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বিভিন্ন ধরনের কবিতা লিখতে থাকেন , তন্মধ্যে ছিল পরাবাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, গদ্য এবং ভালোবাসার কবিতা। ১৯২৪ সালে প্রকাশিত বিশটি কবিতা ‘টয়েন্টি লাভ পোয়েমস্ অ্যান্ড এ সং অব ডেসপেয়ার ‘অর্থাৎ বিশটি কবিতা ভালোবাসার একটি গান হতাশার’ হয় শিরোনাম কাব্যগ্রন্থ। নেরুদা ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
কবি পাবলো নেরুদা প্রধানত চারটি ধারায় কবিতা সৃষ্টি করে গেছেন। প্রথমে প্রেম, দুঃখ ও হতাশাভিত্তিক যেখানে এ কবিতা গ্রন্থ, ‘দ্য ক্যাপটেন’স ভার্সেস ও ‘ওয়ান হান্ড্রেড লাভ পোয়েম্স’ উল্লেখ্য। দ্বিতীয় ধারায় নিঃসঙ্গতা, একাকিত্ব ও নির্যাতনের আলেখ্য এবং ‘রেসিডেন্স অন আর্থ’ সেই রকমে রচিত। তৃতীয় অধ্যায়ে মহাকাব্যিকতা, ‘জেনারেল স্টাডি’ তেমন ধারায় উপস্থাপিত। চতুর্থ ধারায় বাস্তব অভিজ্ঞতার নির্যাসে সাধারণ বিষয় দেখা যায় যেমন ‘এলিমেন্টারি ওডস’ ।
নেরুদাকে বলা হয় প্রেম ও রাজনীতির কবি। প্রথম প্রেম, হতাশা ও একা থাকা বা হওয়ার কবিতা থেকে সমাজ বাস্তবতা, পরে সমাজতান্ত্রিক ভাবধারার অনুসারী এবং সারা জীবন তেমনি ছিলেন। প্রকৃতি থেকে নেয়া উপমা ও প্রতীক আগুন, পানি, বাতাস ও মাটি এ চারটি অনুষঙ্গ তার কবিতায় বারবার ব্যবহৃত। তাঁর রচিত ‘এ লাভ পোয়েম্স’ বইটির জনপ্রিয়তা দেখে বলেছিলেন – আমি সত্যি বুঝি না এসব কেমন করে হয়, কেন এই দুঃখ, যন্ত্রণা, প্রেম নিয়ে বইটা এত মানুষ, এত তরুণ-তরুণী পড়েই চলেছে;সত্যিই আমি বুঝি না।
NOTE- চার পৃষ্ঠার কবিতাটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন
নীচের লিংক থেকে আরও পড়ুন:
বিবিধ রচনা:
সন্যাস ও সংসার
বিবাহ-সংস্কার
বিশ্বামিত্র ও মেনকা
পরকীয়া-তত্ত্ব
দেবলোকের যৌনজীবন
যুদ্ধ ও শান্তি
ফাউস্ত
ইলিঅ্যাড
আন্তিগোনে
অভিশপ্ত রাজপুরী
অনাবাদী জমি
অহমিকা
অঙ্কুর
ইউলিসিস
উৎস ও রূপান্তর
অভ্যর্থনা ও বিদায়
বাঙলার ব্রত কথা
জন কিডস ও ফ্যানি ব্রণ
খেলা কর তুমি প্রতিদিন
কবিত্ব
থেমে যায় নদী কলতান
Leave a Reply