Description
জোৎস্নার জন্য
সজল মন্ডল
পুরানো চাঁদ নোঙর ফেলেছে শিলাই নদীতে
এখন গ্রীষ্মের মরসুম,
যদিও কালবৈশাখ আসি আসি করে
কার শয়নকক্ষে ঘাপটি মেরে শুয়ে থাকে
জানেনা কেউ,শুধু জানে শেষ বসন্ত,
যে দেখেছিল একদিন নীলাঞ্জনার ঘরে
দেখেছিল নীল বাতি ,দেওয়াল থেকে নিচু চোখে৷
সেটি ছিল গতবছর! বলেছিল জনান্তিকে
অনেক নিষেধের বেড়ায় আমাকে রেখে৷
আমিও বলিনি,বলবোই বা কেন,প্রেম পিরিত সবাই করে,
কালবৈশাখ হয়তো অনেকটা এগিয়ে ছিল
শরীরে রেখেছিল শরীর,তারপর এক একটি ঝড়
নীলাঞ্জণা হারিয়েছিল চেতনা,জল ঢেলেছিল কালবৈশাখ৷
শিলাই সহনশীলা এখন অপেক্ষায়,
পুরানো চাঁদ
চুমু খাচ্ছে তার মধ্যঅনুন্নত বুকে, ওর অভ্যেসে
যেভাবে দীর্ঘ অনুপস্থিতি সামলায় প্রতিনিধি৷
পুরানো চাঁদ ফেলেছে নোঙর শিলাই এর বুকে
কালবোশেখ ভরালে শরীর ভেসে যাবে স্রোতে
আমি জামের আড়াল থেকে কিছু ছবি তুলে রাখি
ব্ল্যাকমেইল করে যদি জোৎস্নাকে পাই
ভালই কাটবে মধুরাত৷
লেখক- কবি
আরও পড়ুন-
Leave a Reply