Description
জোফিয়াম মিউরাট; নপোলিয়ন বোনাপার্টের সেনাপতি বীরাগ্রগন মিউরাট ১৭৬৭ খ্রিস্টাব্দে এক দরিদ্র পল্লিতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা এক সরাইখানার পরিচালক ছিলেন। এক ধনবান ব্যাক্তি তাহাকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণ করান। কিন্তু মিউরাট চঞ্চল বুদ্ধি ও দৈর্য্যের অভাবে ভালো ফলাফল করিতে পারেন নাই কিন্তু অধ্যাপকদের প্রিয় পাত্র ছিলেন। সূত্র- জ্ঞনাঙ্কুর পত্রিকা ১৮৭৫ সাল।
আরো পড়ুন-জন লক এবং আত্মপ্রত্যয়
Leave a Reply