Description
জেনানা সংবাদ-প্রেমের গল্প; লেখক-বিমল মিত্র। তিন একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। কর্মজীবনে তিনি রেলে চাকুরি করতেন। তার প্রথম উপন্যাস ‘চাই’। ‘সাহেব বিবি গোলাম’ উপন্যাস তার অন্যতম গ্রন্থ। এরপর রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্যসৃষ্টিতে আত্মনিয়োগ করেন। উৎস- গল্প সংগ্রহ প্রকাশ ১৯৫৬।
আরো পড়ুন-ঝড়-প্রেমের গল্প
Be the first to review “জেনানা সংবাদ-প্রেমের গল্প”