Description
জীবন ও ধর্ম
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
প্রকাশ– ১৯১৩ সাল
প্রবন্ধের সারাংশ:- তোমার সাথে আমার সম্বন্ধ নির্ণয় ও সম্বন্ধ স্থাপনের প্রয়াসের নাম জীবন; এবং যার দ্বারা সম্বন্ধ স্থাপন ও সম্বন্ধ নির্ণয়ের প্রয়াস সফলতা লাভ করে তার নাম ধর্ম। তুমিই আমার একমাত্র মিত্র আর তুমিই আমার একমাত্র শত্রু; উভয় সম্পর্কে সনাতন বিরোধ, আর উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান আবশ্যক।
তুমি আমি উভয়ের মধ্যে সম্বন্ধ; এবং তুমি ও আমি, উভয় লইয়া জগৎ। এই হিসাবে জগতে তৃতীয় অস্তিত্ব নেই। সুতরাং তুমি ও আমি শব্দ দুইটার একটু পরিস্কার হওয়া আবশ্যক।– আমি শব্দে পারাভাষিক নাম বিষয়ী অথাৎ যে কর্তা, যে ভোক্তা, যে সুখি, যে দুঃখি যহার জন্য বিষয় রূপী সমস্ত জগৎ। তুমি শব্দের অর্থ, আমার বাহিরে যাহা কিছু আছে, তাহা; আমি ছাড়া আর সবাই, অথাৎ যাহা কিছু আমার প্রত্যক্ষ ঘোচর, আমার ভোগ্য বিষয়, তাহাই তুমি।
আমি আর তুমি শব্দ দুটার অর্থ এক রকম বুঝা গেল। আমি অর্থে আমি, আর তুমি অর্থে এ স্থলে আমি ছাড়া আর সব। তোমার প্রতি কর্তব্য, ইহার অর্থ আমার নিজের প্রতি কর্তব্য; আমার জাতি, জ্ঞাতি, বন্ধুর প্রতি কর্তব্য, মানুষের প্রতি কর্তব্য, জীব ও জড়ের প্রতি কর্তব্য; আমার আশা, ভয়, স্বপ্ন ও কল্পনার প্রতি কর্তব্য। এই কর্তব্যের সমষ্টি ধর্ম।
ধর্ম সামঞ্জস্য স্থাপনের উপায়। ধর্মের গতি সামঞ্জস্যের পূর্ণতার অভিমূখে; নেত্রী প্রকৃতি সয়ং। এ পথ দুর্গম পিচ্ছিল। পাঁচটা পথ পাঁচ দিক থেকে আসিয়া সমস্যা বাধায়।মনুষ্য কাতর কন্ঠে জিজ্ঞেস করে, কোন পথ নেই। ভেতর হইতে কে এক জন উত্তর দেয়, ধর্মের পথে চল। প্রশ্ন উঠে, ধর্ম কোথায়? ধর্মের তত্ত্ব কোথায় ?
NOTE- ৭ পৃষ্ঠার ‘ জীবন ও ধর্ম’ শিরোনামের সম্পূর্ণ প্রবন্ধটি পাঠ করতে উপরের লিংক থেকে PDF ফাইলটি ডাউনলোড করুন।
Leave a Reply