Description
গোধূলির রঙ-প্রেমের গল্প; লেখক-হরিনারায়ণ চট্টোপাধ্যায়।তাঁর লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী ১৯৪৮ সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিশুদের জন্য লেখা বইয়ের মধ্যে বিখ্যাত হল, ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তাঁর রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জি টি রোড আর হিন্দিতে মুঠঠি ভর চাউল সিনেমাগুলি তৈরি হয়েছে।সূত্র- গল্প সংগ্রহ ১৯৫৬ সালে প্রকাশিত।
আরো পড়ুন-জতুগৃহ-প্রেমের গল্প
Leave a Reply