Description
কামিনী ও মৃম্ময়ী- পাঁচ
THE TWO HOMES
BY
A BENGALI LADY
শাশুড়ীর সহিত বাস করিতে হইবে, ইহা যত মৃণ্ময়ীর মনে পড়িতেছে, ততই মৃণ্ময়ী মাতার নিকট থাকিবার ব্যপদেশ অন্বেষণ করিয়া সুবিধা পাইলেই গৃহিণীর নিকট উপস্থিত হইতেছে। গৃহিণীও ভাব বুঝিয়া সম্পূর্ণরূপে বাধা দিতে পারিতেছেন না-কেন? মাতার মন কি উতলা হয় নাই? যাঁহারা জানেন, তাঁহারাই বুঝিয়াছেন।
মৃণ্ময়ী মাঝের ঘরে সমবয়স্যাদের নিকটে বসিয়া আপনার বিবাহ উপলক্ষে যে সকল শিল্প কার্য্য প্রস্তুত করিয়াছিল, সেই সকল দেখিতে ছিল- সকলেই তাহার শিল্প কার্যোর নৈপুণ্যের সুখ্যাতি করিতেছিল; এমন সময়ে এক হস্তে যষ্টি অপর হস্তে শুক্ল বস্ত্র জড়িত একটী পুলিন্দা দৃঢ়রূপে বক্ষঃস্থলে ধারণ করিয়া কাঁপিতে কাঁপিতে এক বৃদ্ধা আসিয়া উপস্থিত হইল।
বৃদ্ধাকে দেখিয়া মৃণ্ময়ী সমবয়স্যাদের বলিল, “ভাই, খানিকক্ষণের জন্য আমায় ছেড়ে দেও, আমি বুড়ী দিদির কাছে যাই।” এই কথা শুনিয়া কোন অজ্ঞানা যুবতী হাসিয়া হাসিয়া হাত নাড়িয়া, ব্যঙ্গ করিয়া, অন্যান্য যুবতীদের বলিল, “আঃ মরি- এই সকল গোলাপ ফুলের সহবাস ত্যাগ করিয়া, ঐ কুঁজী বুড়ীর কাছে না গেলেই কি নর? ঐ শুরু ফুলে কি তোমার তরে এতই মধু আছে?”
গৃহ মধ্যে আরও অনেক স্ত্রী লোক বসিয়াছিল, যুবতীর ব্যঙ্গোক্তি শুনিয়া অনেকেই হাসিয়া উঠিল; কিন্তু এ কথা শুনিয়া সরলচিত্ত যীশুর দাসী মৃন্ময়ীর মন ব্যথিত হইল, মৃণ্ময়ী ফিরিয়া দাঁড়াইয়া সপ্রেম স্বরে বালল, “বুড়ী দিদি আমাদের অতি প্রিয়, আমরা সপরিবারে উহাকে অত্যন্ত মান্য করি, আর তাহা না হইলেও ‘পঞ্চ কেশ প্রাচীনদের সম্মখে উঠিয়া দাঁড়ান ও বৃদ্ধ লোকদের মান্য করা কর্তব্য।” এই কথা শুনিয়া যুবতী কিঞ্চিৎ লজ্জিতা ও কিঞ্চিৎ বিরক্ত হইয়া মস্তক নত করিয়া, অন্য কথা আরম্ভ করিল। ভাগ্যক্রমে আমাদের বুড়ী দিদি মৃণ্ময়ীর বিবাহ। “একটু উঁচু” শুনিতেন, তাহাতে ঐ সকল কথা কিছুই শুনিতে পান নাই।
পর্ব- ছয়–কামিনী ও মৃম্ময়ী- ছয়
পর্ব- সাত–কামিনী ও মৃম্ময়ী- সাত
পর্ব- আট–কামিনী ও মৃম্ময়ী- আট
Note- ২১ পৃষ্ঠার গল্পটি পাঠ করতে উপরের লিকং হতে PDF ফাইলটি ডাউনলোড করুণ
আরও পড়ুন
লিঙ্গস্বরূপ ও যৌনস্বরূপ
লিঙ্গ এবং যৌনতা
যৌন অস্বাভাবিকতা
যৌনতা,ক্ষমতা,নৈতিকতা
প্রেমপত্র-আলেকজাণ্ডার পোপ
ভালোবাসার ট্রাপিজিয়াম
ভালোবাসার ডালপালা
ধর্মীয় সৃষ্টিতত্ত্ব
সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ
শিল্পীর স্বাধীনতা ও সততা
শরীর লেপ্টে গেছে
ব্যভিচারের মনস্তত্ব
শিল্পের খনন: লেখকের দায়
দেবদাসী: ধর্ম বিপর্যয়ের যুগ
শিল্পকথা
প্রেমে বিশেষত্ব
সত্য-শিক্ষা
লেটারস অফ বিট্রেয়াড লাভ
লিঙ্গ এবং যৌনতা
কামিনী ও মৃম্ময়ী- পাঁচ
Leave a Reply