Warning: Undefined array key "options" in /home/prabandh/public_html/wp-content/plugins/elementor-pro/modules/theme-builder/widgets/site-logo.php on line 124 কামিনী ও মৃম্ময়ী- এক - Prabandha Archive
Skip to content
এই যে কামিনী এখানে বসিয়া পান সাজিতেছে! আমি এ ঘর ও ঘর খুঁজিতেছিলাম; মা তা দেখে, বলিয়া দিলেন যে, তুমি মাঝের ঘরে আছ। আমি যদি জানিতাম, আমার স্ত্রী গৃহিণী হইয়াছে, তাহা হইলে এত ব্যস্ত হইয়া খুঁজিতাম না।” এই কথা বলিয়া রাজেন্দ্র স্ত্রীর কাছে বসিয়া বলিল, “কেমন পান সাজিতে শিখিয়াছ, একটী পান দেওতো খাইয়া দেখি।”
কামিনী রাজেন্দ্রের মুখের প্রতি দৃষ্টি না করিয়া, একটা পানের। খিলি তুলিয়া স্বামীর হস্তে প্রদান করিল।
রাজেন্দ্র পান মুখে দিয়া কিয়ৎক্ষণ চিন্তা করিতে লাগিল, আবার কি হইয়াছে-কথা কহিতেছে না কেন? পরে কামিনীর হস্ত ধারণ করিয়া বলিল, “কি হইয়াছে? কথা কও না কেন?” কোন উত্তর না পাইয়া আর বার জিজ্ঞাসা করিল,
“কামিনী, তুমি কি ক্লান্ত হইয়াছ? মায়ের কাছে শুনিলাম, আজ তুমি লক্ষ্মী হইয়া অনেক কাজ করিয়াছ। মা তোমার উপর বড় খুসি হইয়াছেন।”
কামিনী। খুসি হইবেন না বেন-দাসীর মত দিবানিশি কৰ্ম্ম করিলেই তোমার মা খুসি হন। পরের সুখ দুঃখ পরে বোঝে না।
স্ত্রীর মুখে এ প্রকার কথা শুনিয়া রাজেন্দ্রের প্রফুল্ল বদন ক্রমে ক্রমে বিষণ্ণ হইয়া গেল। মনে মনে ঈশ্বরের নিকট বুদ্ধি ও সহি- ষ্ণুতার জন্যে প্রার্থনা করিয়া প্রেমপূর্ণ ভাবে বলিল, “প্রিয়ে, তুমি বিরক্ত হইতেছ কেন? সকল স্ত্রীলোকেই গৃহকার্য্য করিয়া থাকে। ধনী, দরিদ্র, ভদ্র, ইতর, সকল অবস্থার স্ত্রীলোকে সংসা- রের কর্ম্ম দেখে শুনে, তা কি তুমি জান না? আর দেখ, তুমি একাই ত কৰ্ম্ম কর না; মা ও মৃণ্ময়ী প্রায় সকল কৰ্ম্ম করিয়া থাকেন। উহাঁরা কৰ্ম্ম করেন, আর তুমি বসিয়া থাক, ইহা দেখিলে আমার অত্যন্ত লজ্জা বোধ হয়। আজ যখন মা বলিলেন, তুমি তাঁহাকে সাহায্য করিয়াছ,, আমি শুনিয়া যারপর নাই সুখী হইলাম। একটু কাজ কৰ্ম্ম করিলে মা ও আমি সুখী হই-আর তোমারও সুখ্যাতি হইবে।”
Leave a Reply