Description
এমার্সন; প্রকৃতির এই বিচিত্র লীলাভূমিতে এমার্সনের আধ্যাত্মজীবন আজন্ম অতিবাহিত হইয়াছিলো। এমার্সন আশৈশবেই নীরবে, নির্জনে পর্বত.উপত্যকা, প্রান্তর ও কল্লোলিনীর সহচর হইয়া তাহাদের মধ্যেই দিবসের অধিকাংশ সময় অতিবাহিত করিতেন এবং নিজের অধীত গ্রন্থাদি রচনা করিতেন। সূত্র- বঙ্গদর্শন পত্রিকার তৃতীয় বর্ষ কার্তিক সংখ্যা ১৩১০ বঙ্গাব্দ।
আরো পড়ুন-ইংরেজি সাহিত্যে টেনিসন
Be the first to review “এমার্সন”