Description
ইংরেজি শিক্ষার পরিণাম; আমরা জানিয়াছি অনেক,শিখিয়াছি অনেক; কিন্তু কি রূপে জানিতে হয়, কি রূপে শিখিতে হয়, তাহা শেখা আবশ্যক বোধ করি নাই। মনুষ্যজাতির জ্ঞানের রাজ্য আমাদের কর্তৃক এক কাঠা, কি এক ছটাক পরিমাণেও বিস্তার লাভ করে নাই।
আরও পড়ুন-কার্য্যকরী শিক্ষা
Be the first to review “ইংরেজি শিক্ষার পরিণাম”