Description
আর এক তরফা;প্রেমের গল্প লেখক-পরিমল গোস্বামী। তিনি রবীন্দ্রোত্তর যুগে যে সকল সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁদের অন্যতম। বিশিষ্ট প্রাবন্ধিক, রসরচনা ও ব্যঙ্গাত্মক রচনার জন্য সমধিক পরিচিত ছিলেন। প্রকাশ কাল ১৯৫৬ সাল।
আরো পড়ুন-এক পেয়ালা চা
Leave a Reply