Description
অপ্সরাদের যৌন আবেদন
ড. অতুল সুর
প্রকাশ- ১৯৮৩ খ্রিষ্টাব্দ
সারাংশ:- হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা, কিন্তু স্বর্গের অপ্সার সংখ্যা ষাট কোটি। তেত্রিশ কোটি দেবতা. ষাট কোটি অপ্সরা নিয়ে করতেন কি তা আমাদের জানা নেই। অপ্সরারা অপূর্ব লাবণ্যময়ী হত, নৃত্য কলায় তারা হত পটিয়সী। তারা সব সময় নৃত্য দ্বারা ইন্দ্রের দেবসভা মাতিয়ে রাখত। ইন্দ্র অত্যন্ত ইন্দ্রিয়পরায়ন দেবতা ছিল। দেবলোক বা নরলোকে আর কেউ কঠোর তপস্যায় রত থেকে ইন্দ্রত্ব পাবার চেষ্টা করছে দেখলে ইন্দ্র প্রায়ই অপ্সরাদের নিয়োগ করতেন তাদের তপোভঙ্গের জন্য।
অপ্সরাদের মাধ্যে সর্বোত্তমা অপ্সরা ছিলেন উর্বশী। ঋকবেদ থেকে আরম্ভ করে কথাসরিৎসাগর পর্যন্ত, নানা প্রাচীন গ্রন্থে আমার উর্বশীর কথা পাই। পদ্মপুরাণে আছে বিষ্ণু ঘোরতর তপস্যায় রত হোন। ইন্দ্র ভয় পেয়ে তাঁর তপভঙ্গের জন্য কামদেব ও অপ্সরাদের পাঠান, কিন্তু অপ্সরাগণ বিষ্ণুর তপভঙ্গের অসমর্থ হয়, তখন ইন্দ্র নিজ উরু থেকে উর্বশীকে সৃষ্টি করেন।
উর্বশীর সাথে রাজা পুরুরবার মিলন ঘটেছিল। শতপথব্রাহ্মণের কাহিণী অনুযায়ী উর্বশী কয়েকটি শর্তে রাজা পুরুরবার সঙ্গে স্বামী-স্ত্রী রূপে বাস করতে রাজী হয়। শর্ত গুলো হচ্ছে ১. উর্বশী যেন কোন দিন পুরুরবাকে বিবস্ত্র না দেখেন, ২. উর্বশীর শয্যা পাশে পুত্রবৎ প্রিয় দুটি মেষ বাঁধা থাকবে এবং এরা কখনো অপহৃতা হবে না, ৩. উর্বশী একসন্ধ্যা ঘৃতমাত্র আহার করিবেন ৪. উর্বশী কামাতুর না হইলে মৈথুন কর্মে প্রবৃত্ত হইবে না।
বেদের এক কাহিনীতে আছে, একবার আদিত্যযজ্ঞে মিত্র ও বরুণ নিমন্ত্রিত হয়েছিল সেখানে অপ্সরা উর্বশীর সৌন্দর্যে মুগ্ধ হওয়ায় তাদের রেতঃপাত হয়। রেতের যে ভাগ কুম্ভে পরে তা থেকে বিশিষ্ঠ ও অগস্ত্য জন্ম গ্রহন করে। তাতে দুই দেবতা উর্বশীকে অভিশাপ দেয় যে, তাকে মর্তে নির্বাসিতা হতে হবে–
I ve seen many women get pregnant on straight injectable cycle after stopping Clomid buy priligy 30 mg x 10 pill s broadcast rights all the way back to the 1980s when its call letters were WHN
clomid pill Before Davis Studio Vermont when should i take blood sugar readings going to bed, combine one scoop of Gluconite with water or your favorite beverage